মোঃ কামরুল ইসলাম ড্রাইভিং প্রশিক্ষক মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স প্রশিক্ষণ কোর্স নেত্রকোনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মোবাইল ঃ ০১৯১৩-১৪৪৩৮৬ |
মোঃ সোলেমান মিয়া সহকারি ড্রাইভিং প্রশিক্ষক মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স প্রশিক্ষণ কোর্স নেত্রকোনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মোবাইল ঃ ০১৭১২-০৪৭৩৭৬৩ |
মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স প্রশিক্ষণ কোর্স :দেশে বিদেশে শিক্ষিত ও দক্ষ পেশাদার ড্রাইভারের চাহিদা পূরণের লক্ষ্যে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কীল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) প্রকল্পের অর্থায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ নেত্রকোনা সরকারি টেকনক্যিাল স্কুল ও কলেজ, নেত্রকোনা সম্পূর্ণ বিনা খরচে পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান সহ ০৪ (চার) মাস (৩৬০ ঘন্টা) মেয়াদী “মোটরড্রাইভিং ইউথ বেসিক মেইনটেন্যান্স” প্রশিক্ষণ কোর্সের ০২ (দুই) টি ব্যাচের কার্যক্রম চলমান রয়েছে।
প্রতি ব্যাচের আসন সংখ্যাঃ ২০ জন। প্রতি সেশনে ২টি ব্যাচে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।
আবেদন পত্রের সাথে প্রদেয় প্রয়োজনীয় কাগজপত্র সমূহঃ ( অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নাই ) ১। অষ্টম শ্রেণি/জেএসসি পাশের সনদপত্র/নম্বরপত্র/প্রসংশা পত্রের সত্যায়িত কপি। ২। পার্সপোর্ট আকারের দুই কপি সত্যায়িত ছবি। ৩। জাতীয় পরিচয় পত্রের (NID) সত্যায়িত কপি। ভর্তির সময় যেসব কাগজপত্র জমা দিতে হবেঃ ১। জাতীয় পরিচয় পত্রের (NID) সত্যায়িত কপি। ২। সিভিল সার্জন কর্তৃক ( ডোপ টেষ্ট, স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি ) প্রদত্ত ফিটনেস সনদপত্রের সত্যায়িত কপি। ৩। পারিবারিক আয়ের সনদ (চেয়ারম্যান/মেয়র) কর্তৃক প্রদত্ত। ৪। ট্রেনিং শেষে ড্রাইভিং পেশায় নিয়োজিত হতে হবে মর্মে অংগীকার নামা। ৫। সোনালী ব্যাংক নেত্রকোনা শাখায় সঞ্চয়ী হিসাব নম্বর থাকতে হবে। ভর্তির শর্তসমূহঃ ১) আবদেনকারীকে অবশ্যই ড্রাইভিং পেশায় আগ্রহী হতে হবে। ২) শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম অষ্টম শ্রেণি/জেএসসি পাশ হতে হবে। ৩) মহিলা, দরিদ্র, সুবিধা বঞ্চিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অগ্রাধিকার পাবে। (কালার ব্লাইন্ডদের আবেদন করার প্রয়োজন নেই) ৪) বয়সঃ সর্বনিম্ন ২১ বছর এবং সবোর্চ্চ ৩৫ বছর মধ্যে হতে হবে। ৫) অবশ্যই জাতীয় পরিচয় পত্র (NID) থাকতে হবে। ৬) সিভিল সার্জন কর্তৃক ( ডোপ টেষ্ট, স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি ) প্রদত্ত ফিটনেস সনদপত্র সংযুক্ত করতে হবে। অন্যান্য বিষয় সমূহঃ ১) এ প্রশিক্ষণের জন্য এবং ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য কোন ফি প্রদান করতে হবে না। ২) বৈদশিক কর্মসংস্থানের সুবিধার্থে ইংরেজি এবং আরবি ভাষার ক্লাস অন্তর্ভুক্ত রয়েছে। ৩) প্রতি ব্যাচে ২০ জন করে প্রতিদিন ২টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে। ৪) ১ম ব্যাচ সকালঃ ৮.৩০ হতে দুপুর ১.০০ টা পর্যন্ত এবং ২য় ব্যাচ দূপুরঃ ২.০০ হতে ৬.৩০ পর্যন্ত। ৫) কোর্সের মেয়াদ : প্রতিমাসে ২২ দিন করে মোট ৪ মাস (৩৬০ ঘন্টা) ৬) প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক গৃহীত টেষ্টে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদেরকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। বিশেষ দ্রষ্টব্য : কোন প্রকার তথ্য গোপন করে ভর্তি হলে, ভর্তি বাতিল সহ বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ( অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নাই )
|