মেনু নির্বাচন করুন

সিটিজেন চার্টার

“সিটিজেন চার্টার”

লক্ষ্য : (রূপকল্প) (Vission) :

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ যুগোপযোগীকরণ, মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক সম্মৃদ্ধি অর্জন এবং জীবন যাত্রার মানোন্নয়ন।

 

উদ্দেশ্য: (অভিলক্ষ্য) (Mission) :

মান সম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষক্ষ্য প্রয়োজনীয় নীতি ও  কর্মসূচী প্রনয়ন, প্রকল্প বাস্তবায়ন আদর্শমান নির্ধারণ এবং পরীবিক্ষণ ও মূল্যায়ন।

সেবা সমূহ :

১। এসএসসি (ভোকেশনাল) ট্রেড সমূহ : ড্রেসমেকিং এন্ড টেইলারিং, ফার্মমেশিনারী, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন
       ভর্তির সময়কাল :  ১৫ ডিসেম্বর -৩১ ডিসেম্বর পর্যন্ত (বাকাশিবো কর্তৃক নির্দ্ধারিত সময়ের মধ্যে)।       
        সেবা প্রাপ্তির স্থান : একাডেমিক সেকশন।
২। এইচএসসি (ভোকেশনাল) ট্রেড সমূহ : ক্লদিং এন্ড গার্মেন্স ফিনিসিং, এগ্রোমেশিনারী,
       ইলেকট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেইটেন্যান্স, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন
        ভর্তির সময়কাল : ১০ জুন -৩০ জুন পর্যন্ত (বাকাশিবো কর্তৃক নির্দ্ধারিত সময়ের মধ্যে)।
        সেবা প্রাপ্তির স্থান : একাডেমিক সেকশন।
৩। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং : ইলেকট্রিক্যাল টেকনোলজী
            ভর্তির সময়কাল : ১০ জুলাই -৩০ জুলাই পর্যন্ত (বাকাশিবো কর্তৃক নির্দ্ধারিত সময়ের মধ্যে)।
            সেবা প্রাপ্তির স্থান : একাডেমিক সেকশন।
৪। ইয়ার প্লান এবং ক্লাস রুটিন প্রস্তুত ও বিতরণ : ক্লাস শুরুর ১ম সপ্তাহের মধ্যে।
৫। আভ্যন্তরীন পরীক্ষার ফলাফল প্রকাশ : পরীক্ষা সমাপ্তির ১৫ দিনের মধ্যে।
৬। নম্বরপত্র প্রস্তুত ও বিতরণ (আভ্যন্তরীন) : ফলাফল প্রকাশের ১ সপ্তাহের মধ্যে।
৭। শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদান : ভর্তির ১ মাসের মধ্যে।
          সেবা প্রাপ্তির স্থান- স্ব-স্ব বিভাগ।
৮। রেজিষ্ট্রেশন সম্পাদন ও বিতরণ : ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্যের ভিত্তিতে (বাকাশিবো হতে প্রাপ্তির ১ম সপ্তাহের মধ্যে)
          সেবা প্রাপ্তির স্থান- একাডেমিক সেকশন।
৯। প্রত্যয়ন পত্র ও অন্যান্য সনদ প্রস্তুত ও বিতরণ : লিখিত আবেদনের ১ দিনের মধ্যে।
          সেবা প্রাপ্তির স্থান- একাডেমিক সেকশন।
১০। ছাত্র-ছাত্রীদের অভিযোগ নিষ্পত্তি : অভিভাবক ও স্ব-স্ব বিভাগের বিভাগীয় প্রধানের মাধ্যমে।
১১। দরপত্র দলিল প্রস্তুত বিতরণ ও সংরক্ষণ : পিপিআর-২০০৮ এবং বিজ্ঞপ্তি অনুযায়ী।
১২। সরবরাহকারীর বিল প্রদান/জামানত ফেরত : লিখিত আবেদন প্রাপ্তির ০৭ দিনের মধ্যে।
১৩। ছুটি, শ্রান্তিবিনোদন ও চাকুরী সংক্রান্ত যাবতীয় কার্যাবলী : সরকারী বিধি মোতাবেক।
১৪। অন্যান্য নাগরিক সেবা : তথ্য অধিকার আইনানুয়ী।