About Us

netrokonatsc

আমাদের সম্পর্কে

অবস্থানঃ

নেত্রকোণা জেলার একমাত্র সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হলো নেত্রকোণা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।  প্রতিষ্ঠানটি নেত্রকোণা জেলা সদরের সাতপাই এলাকায় ৩.৩১ একর জমির উপর বড় রাস্তার পাশে মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত। এর পাশে রয়েছে নেত্রকোণা সরকারি পিটিআই, নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস (মাধ্যমিক)। এর অনতি দূরে রয়েছে লেবেল ক্রসিং বৃহৎ বাজার ও নেত্রকোণা রেল ষ্টেশন, যা বড় ষ্টেশন নামে পরিচিত। অবস্থানগত দিক থেকে প্রতিষ্ঠানটি নেত্রকোণার শিক্ষা কলোনীতে রয়েছে।

 

প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ

 

ক্রমিক বিষয় বিবরণ
০১ এলাকা নেত্রকোণা জেলা শহরের সাতপাই এলাকা
০২ ভুমির পরিমান ৩.৩১ একর
০৩ স্থাপিত ১৯৭০ সন
০৪ যোগাযোগ ফোনঃ ০৯৫১-৬১৪৪৩

ফ্যাক্সঃ ০৯৫১-৬১৪৪৩

E Mail : tscnetrakona@gmail.com

admin@netrokonatsc.gov.bd

০৫ অনুমোদিত পদ কর্মরত জনবলঃ ৩৫

খালি পদ সংখ্যাঃ ১৫    

০৬ কোর্স (চলতি) ১. এস.এস.সি (ভোকেশনাল) ১ম ও ২য় শিফট

২. এইচ.এস.সি (ভোকেশনাল) ১ম ও ২য় শিফট

৩. ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

০৭ ট্রেড (চলতি) ১. ড্রেসমেকিং

২. ফার্মমেশিনারী

৩. ইলেকট্রিক্যাল

৪. ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন

৫. ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল টেকনোলজী

০৮ ভর্তি আসন ১. এস.এস.সি(ভোক) ১ম শিফট ৩০X ৪=১২০

২. এস.এস.সি(ভোক) ২য় শিফট ৩০X ৪=১২০

৩. এইচ.এস.সি(ভোক) ১ম শিফট ৩০X ৪=১২০

৪. এইচ.এস.সি(ভোক) ২য় শিফট ৩০X ৪=১২০

৫. ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল ৫০X১=৫০

০৯ বর্তমান ছাত্র-ছাত্রী ৮৪০ জন
১০ ভবন 1.         প্রশাসনিক ভবনঃ ০১

2.        ক্লাশ রুমঃ ০৫

3.       বিজ্ঞান ল্যাবঃ ০১

4.         কম্পিউটার ল্যাবঃ ০১

5.        ট্রেড সপঃ ০৪

6.       লাইব্রেরীঃ ০১

7.        আবাসিক কোয়ার্টারঃ ০৫

8.        গার্ড কোয়ার্টারঃ ০১

9.        টিএসসি মসজিদঃ ০১

10.    সাইকেল স্ট্যান্ড (টিনশেড)ঃ ০১

১১ অন্যান্য ১. খেলার মাঠঃ ০১

২. ফুলের বাগানঃ ০২